মির্জাপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের মির্জাপুরে প্রেমে টানে মালয়েশিয়া থেকে ফারজিলা বিনতে নায়না (৩০) নামে এক তরণী মির্জাপুরে এসেছেন। বুধবার সকালে তিনি মালয়েশিয়া থেকে বিমানযোগে বাংলাদেশে আসেন। পরে ঢাকা থেকে আসেন প্রেমিক নাজমুল ইসলামের (৩০) বাড়ি মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের হাড়ভাঙা গ্রামে। বুধবার রাতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
দেশ ও ভাষাও আলাদা। বড় হয়েছেন পৃথক সংস্কৃতিতে। এমন অনেক অমিল থাকা সত্ত্বেও ভালোবাসার টানে এক হয়েছেন তারা। প্রথমে পরিচয় পরে বন্ধুত্ব, তারপর প্রেম। শুধু তাই নয়, সবশেষ নিজের জন্মভূমি ছেড়ে সীমানা পেরিয়ে ছুটে এসেছেন প্রেমিক নাজমুলের জন্য বাংলাদেশের একটি গ্রামে। প্রেমের ইতি টেনে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মালয়েশিয়ান তরুণী ফারজিলা বিনতে নায়না।
প্রেমিক নাজমুল জানান, তিনি ২০১৮ সালে শ্রমিক হিসেবে তিনি মালয়েশিয়া যান। মালয়েশিয়ার ইপু পেরাক শহরে তিনি একটি কোম্পানীতে কাজের পাশাপাশি পারটাইম ব্যাংকেও কাজ করতেন। ওই ব্যাংকে চাকুরি করতেন ফারজিলা বিনতে নায়না। সেখানে তাদের মধ্যে পরিচয়, পরে বন্ধুত্ব। এরপর প্রেমের সম্পর্ক হয়। ২০২৪ সালে নাজমুল বাংদেশে চালে আসেন। এরপরও মোবাইল ফোন ও ফেসবুকে তাদের যোগাযোগ অব্যহত থাকে। সর্বশেষ বুধবার সকালে প্রেমের টানে ফারজিলা বিনতে নায়না বাংলাদেশে ছুটে আসেন। সন্ধায় আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। এদিকে প্রেমে টানে মালয়েশিয়া থেকে তরুণীর হাড়ভাঙা গ্রামে আসার খবরে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিনদেশি নববধূকে দেখতে ভিড় করছেন স্থানীয়রা। নাজমুলের চাচা কামরুল ইসলাম জানান, দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে দেয়া হয়েছে। প্রেমিক নাজমুল তাদের নব দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।