মঙ্গলবার সকাল ১১টায় বিজয় মিছিলটি উপজেলা শহরের কল্লোল সিনেমা হলের পাশের নিজ কার্যালয় থেকে শুরু করে বাসস্ট্যান্ড থানা মোড় হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে এসে রানী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিজয় মিছিলটি শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (ধনবাড়ি- মধুপুর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফট্যান্যান্ট কর্ণেল(অব) আসাদুল ইসলাম আজাদ।
মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ,মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ,মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ হাফিজুর সহ এসময় বিজয় মিছিলে মধুপুর,ধনবাড়ি উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপির ছাত্র দলযুবদল মহিলা দলের প্রায় ১০ সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থন গোষ্ঠী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জুলাই শহীদদের স্মরণে ও আহতদের সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।