ঢাকা | 12 September 2025

ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না জনগণের ভোট ফেরত দেওয়ার জন্য নির্বাচনের কথা বলছি- টুকু

Deleted, Deleted
নিউজ প্রকাশের তারিখ :Aug 11, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


 টাঙ্গাইল প্রতিনিধিঃ
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমি ক্ষমতার জন্য কথা বলছি না, ক্ষমতার জন্য সুষ্ঠ নির্বাচন চাচ্ছি না। আমরা জনগণের ভোট জনগণকে ফেরত দিতে চাই। এই রাষ্ট্রের মালিক হচ্ছে এই দেশের জনগণ। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন, তাদের এই দেশের মানুষের মুখের ভাষা বুঝতে হবে। এই দেশের মানুষ ২০১৪, ১৮ ও ২৪ সালে ভোট দিতে পারেনি। এ দেশের মানুষ সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে স্থিতিশীল বাংলাদেশ চায়। সোমবার দুপুরে টাঙ্গাইলের শিল্পকলা একাডেমীতে স্বেচ্ছাসেবীদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ভোট নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে, তারাই জনগণের কাছে থেকে বিচ্ছিন্ন হয়েছে। জনগণের জন্য রাজনীতি করলে জনগণের অধিকার জনগণকে ফেরত দিতে হবে। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। যে বাংলাদেশে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, এই টাঙ্গাইল ছিলো, বিগত দিনে সন্ত্রাসীদের টাঙ্গাইল। টাঙ্গাইলের অনেক মানুষকে সন্ত্রাসীরা হত্যা করেছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চাই। ফ্যাসিবাদের দোসরা আবার দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। আমরা নিরাপদ গণতান্ত্রিক জনগণের বাংলাদেশ চাই। জনগনের জন্য যারা কাজ করবে এই রকম একটি সরকার চাই সকলে মিলে।
সেচ্ছাসেবী সংগঠন টিএসএফ আয়োজনে ৬৪ জেলার সেচ্ছাসেবীদেরকে নিয়ে এ মিলন মেলায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের আহবায়ক রাশেদুল আলম।

অনুষ্ঠানে ৪ জন সাংবাদিক ও বিভিন্ন সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও ২০ জন অসহায় মানুষকে হুইল চেয়ার বিতরণ করা হয়।




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ