সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইলেও পালিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে ২৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে ধানের শীষের ভক্তদের গণজোয়ারে ঘাটাইল শহর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হাজার হাজার মানুষের ঢলে শোভাযাত্রাটি পরিণত হয় জনস্রোতে। আর এই জনস্রোতের অগ্রভাগে নেতৃত্ব দেন টাঙ্গাইল-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। ওই জনস্রোতে দলীয় সৌন্দর্য্য বৃদ্ধি করেন একই আসনের অপর মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাঈনুল ইসলাম।
ঘাটাইল উপজেলা ও পৌর যুবদলের আয়োজিত ঘাটাইল গণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নেতা কর্মীরদের ঢল নেমে আসে সড়কে।
শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী। উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আফজাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাঈনুল ইসলাম, টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু,উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা,পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাবেক ছাত্রনেতা মোঃ শামীম মিয়া,উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলালসহ উপজেলা যুবদল, পৌর যুবদল, ইউনিয়ন যুবদলের নেতাকর্মীবৃন্দ
সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ বলেন, নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোন বিকল্প নেই। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের প্রতি ফ্যাসিষ্ট হাসিনা সরকার যে নির্মম নির্যাতন চালিয়েছে তা নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিতে গিয়ে আবেগ আল্পুত হয়ে পড়েন।