ঢাকা | 03 November 2025

ধনবাড়ীতে প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান॥

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধ, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 7, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


টাঙ্গাইলের ধনবাড়ীতে যানযট ও অবৈধ ভাবে রাস্তা দখল করে দোকান বসিয়ে জনচলাচলে বিঘ্ন হওয়ায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার(৬ অক্টোবর) দুপুরে ধনবাড়ী পৌরশহরের ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন মাহমুদ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই ধনবাড়ী পৌর শহরের বিভিন্ন রাস্তার জমি দখল করে বিভিন্ন দোকান বসিয়ে চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে। এই সমস্যা সমাধানে উপজেলা ও পৌর প্রশাসনের কাছে দ্রুতই ব্যবস্থা নেয়ার দাবী করেন তারা।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ জানান, ফুটপাতের ও রাস্তার জায়গা দখল করে বিভিন্ন ফলের দোকান, চায়ের দোকান ও বিরিয়ানীর দোকান সহ বিভিন্ন দোকান বসিয়ে জায়গা দখল করে বালু বিক্রি সহ জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে। সেই সাথে এলোমেলোভাবে  মহাসড়কের জায়গা ব্যবহার করে অবৈধ ভাবে অটো পার্কিং করে। এতে করে মাঝে মধ্যেই সড়ক দুর্ঘটনা ঘটে। এই সমস্যা এড়াতে সচেতনতামূলক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরণের অভিযান আগামীদিনেও অব্যহত থাকবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ