ঢাকা | 15 January 2026

কবি আযাদ কামালের সুবর্ণজয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 5, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

 সময়ের সাহিত্যকণ্ঠ-সম্পাদক কবি আযাদ কামালের সুবর্ণজয়ন্তী পালন করা হয়েছে। গত ৩ রা জানুয়ারি ২০২৬, শনিবার স্বকাল পরিষদ, টাঙ্গাইলের উদ্যোগে এই সূবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ্যাড. নীহার সরকারের সভাপতিত্বে ও কবি অনীক রহমান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি নুরুল ইসলাম বাদল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, এফপিএবি- কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুন অর রশিদ, সত্তর দশকের অন্যতম কবি মাহমুদ কামাল, অধ্যাপক বাদল মাহমুদ, বাংলাদেশ শিশু একাডেমি, টাঙ্গাইল জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন ও বেগম রোকেয়া ইসলাম। 

অনুভূতি প্রকাশ করেন অনুষ্ঠানের মধ্যমণি কবি আযাদ কামাল। এ সময় টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধি/ সদস্যরা কবি আযাদ কামালকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। 


কবি আযাদ কামালকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন নাট্যজন আলী হাসান, প্রাবন্ধিক আল রুহী, ড. আলী রেজা, ছড়াকার কাশীনাথ মজুমদার পিংকু, অধ্যাপক সোলায়মান হোসেন সায়েম, সিরাজগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিম, কবি রহমান শিবলু, সহকারী অধ্যাপক মোহাম্মদ জহির উদ্দিন, ছড়াকার দীপক পাল, গবেষক মামুন তরফদার, নাট্যাভিনেতা মীর নাসিমুল ইসলাম সেলিম, অধ্যাপক জহিরুল হক বুলবুল, দৈনিক প্রগতির আলো-সম্পাদক নাজমুস সাদাত ইমরান, সাপ্তাহিক কালের স্বর-সম্পাদক শামসুজ্জামান জামান, সাংবাদিক আনোয়ার হোসেন বকুল,  সাহিত্যামোদী মো. শরীফুল ইসলাম, সংগীতশিল্পী মেহেদী হাসান পলাশ প্রমুখ।


উল্লেখ্য যে, শিক্ষা-সাহিত্য, সম্পাদনা ও সাংস্কৃতিক সংগঠন পরিচালনাসহ বিভিন্ন শাখায় অবদান রাখা কবি আযাদ কামাল-এর জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত  একটি উৎসব-সংকলন 'মধ্যগগনপ্রভা'-এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে একটি করে গ্রন্থ উপহার হিসেবে প্রদান করা হয়। 


কবি আযাদ কামালের কবিতা থেকে আবৃত্তি করেন স্বরস্রোত একাডেমির পরিচালক সৈয়দ সাইফুল্লাহ, শব্দকথন একাডেমির পরিচালক রাশেল আদনান, আবৃত্তিশিল্পী আরিফ আহমেদ ও তাবাসসুম আরেফিন ছন্দা। নিবেদিত কবিতা পাঠ করেন কবি বিশ্বজিৎ চক্রবর্তী, খালিদ শামস ও লিয়াকত আলী মোল্লা। শেষে কেককাটা এবং অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ