ঢাকা | 15 January 2026

ধনবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধ, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 14, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
সারা দেশের ন্যায় ১৪ই ডিসেম্বর ২০২৫ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার(১৪ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় দুই উপজেলায় প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসের প্রারম্ভে উপজেলা পরিষদ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান। এরপর  পর্যায়ক্রমে সর্বস্তরের পেশাজীবী লোকজন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন যারা দেশের তরে জীবন দিয়ে বাংলাদেশকে বিনির্মাণ করে গেছে তাদেরকে আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করাসহ তাদের আদর্শ দেশে বাস্তবায়ন করতে হবে। মুক্তিযোদ্ধাদের স্মরণ রেখে দেশকে এগিয়ে নেয়ার জন্য নিজেদের বুদ্ধিকে কাজে লাগাতে হবে। এছাড়াও তারা বলেন জ্ঞানচর্চায় মনোনিবেশ ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই আমাদের জ্ঞানচর্চায় মনোনিবেশ করতে হবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ