টাঙ্গাইল ঘারিন্দায় আলেম পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও গ্রেফতারের দাবি
                                
                                
                             
                            
                                
                                 ছবির ক্যাপশন:  
                             
                            
                            
                                                                    
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের  আলেম হাফেজ মুফতী রেজাউল করিম সহ তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেফতাদের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
১৬সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২টার দিকে ঘারিন্দা আউলটিয়া বাজারে ঘন্টা ব্যাপি তারা মানববন্ধন করেন।
মামলা সূত্রে জানা যায়- ওয়ারিশান সম্পত্তির ভাগ বাটোয়ারার বিষয়াদি লইয়া বিবাদী আব্দুল্লাহ(২৮)পিতা-মো:মোশারফ হোসেন সহ অজ্ঞাতনামা আরো ৩/৪জন ব্যক্তি মিলে চাচাতো ভাই রেজাউল করিম সহ তার পরিবারের উপর ক্ষিপ্ত হইয়া দেশীয় অস্ত্র-শস্ত্র ও রাম দাঁ,চাইনিজ কুড়াল এবং লোহার রড দিয়ে এলোপাথাড়ি কোপা-কপি করে। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় গুরুতর রক্তাক্ত আহত অবস্থায়-পিতা: আবু বককর সিদ্দিক,মাতা-নাছরিন ও বড় ভাই ফজলুল করিম সহ টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করিয়া চিকিৎসা প্রদান করিলে। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার পিতা-আবু বককর সিদ্দিক ও মাতা নাছরিন ও বড় ভাই ফজলুল করিম এর অবস্থা আশংকাজনক হওয়ায় দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে এ রেফার্ড করেন। বর্তমানে তারা চিৎকসাধীন অবস্থায় আছেন।
মানববন্ধনে ভূক্তভুগী পরিবার ও এলাবাসি দ্রুত দোষীদের আইনের আওতায় নিয়ে এসে
শাস্তির দাবি জানান প্রশাসনের কাছে। এসময় আনোয়ারুল হোসেন বাকি ৪নং ওয়ার্ড মেম্বার আউলটিয়া, মাহমুদুল হাসান বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল লতিফ তালুকদার, মাহমুদুল হাসান বিদ্যানিকেতনের সভাপতি গোলাম মোস্তফা, আউলটিয়া ডিজি ক্লাবের সভাপতি-সেলিম রেজা আলমগীর হোসেন সহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
																
								                              
                            
                
                 কমেন্ট বক্স