ঢাকা | 04 November 2025

ঘাটাইলে বিএনপি নেতার জামায়াতে যোগদান

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 11, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের ঘাটাইলে লোকের পাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার মোঃ আল আমিন আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
গত শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার লোকেরপাড়ায় পাঁচটিকড়ী হাটখোলায় আয়োজিত দাওয়াতী সভায় সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর ঘাটাইল উপজেলা শাখার আমীর মোঃ রাসেল মিয়া।
বিএনপির নেতা খন্দকার মোঃ আল আমিন বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে ইসলামী মূল্যবোধ ও আদর্শকে শক্ত ভিত্তি দিতে আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। জনসেবার ধারাবাহিকতায় এখান থেকেই কাজ করে যেতে চাই।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ রাসেল মিয়া বলেন, খন্দকার মোঃ আল আমিন জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনে যোগ দিয়েছেন।
আমরা দোয়া করি, তিনি আজীবন ইসলামী আন্দোলনের এ পথে থাকবেন। তার অংশগ্রহণে আগামী দিনে জামায়াতের গণআন্দোলন আরও বেগবান হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ