বাংলাদেশ মহিলা সংস্থার এ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের মেয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ (শুক্লা)। শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) কাজী নজরুল ইসলাম আগের নির্বাহী কমিটি ভেঙে ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, সহ-সভাপতি ইসমত আরা হায়দার ও ফিরোজা খাতুন, সাধারণ সম্পাদক ফিরোজা করিম নেলী, যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা সাত্তার মিমু, কোষাধ্যক্ষ রওশন আখতার ছবি, সদস্য মরিয়ম তারেক, ফরিদা আখতার বেগম, শেহরিন আমিন ভূইয়া, সালমা খাতুন, নাসরীন আক্তার বেবী, ফৌজিয়া হুদা জুই, মোছা. সবুরা খাতুন, হোসেন আরা হাওয়া, রওশন আরা বেগম, মাহমুদা হক চৌধুরী, এলিনা সিদ্দিকা, আমরিন সাহজিয়া বশির ও মোসুমী আলম মৌ।
ব্যারিস্টার সারওয়াত সিরাজ (শুক্লা) সভাপতি হওয়ায় তার বাবার প্রতিষ্ঠিত কালিহাতীর শাহজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও টাঙ্গাইলের বিভিন্ন ক্রীড়া সংগঠকরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।