বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের জন্য রাজনীতি, তাই জনগণকে বৃদ্ধাঙ্গলী দেখালে রাজনীতি হয়না। একটা দেশ শাসন করা চলে মাত্র। গণতন্ত্রকে লালন করতে পারলে বাংলাদেশ সঠিক ট্রেনে চলবে। বাংলাদেশে যতবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, ততবারই বিএনপি গণতন্ত্রকে টেনে তুলেছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি একমাত্র দল, জনগণকে সঙ্গে নিয়ে সব সময়ে গণতন্ত্র রক্ষায় নেতৃত্ব দিয়েছে। স্বাধীনতা যুদ্ধে মূল অবদান রেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। স্বৈরাচার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। চব্বিশে আরেকটা আন্দোলন হয়েছে। জুলাই আন্দোলন। সে আন্দোলনে জাতীর সবাই ঐক্যবদ্ধ ছিল। সেই আন্দোলনে নেতৃত্বে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গোপনে কারো সাথে মিশে দেশকে অস্থিতিশীল করা, গুপ্তভাবে নিজেদের পরিচয় গোপন রেখে কাজ করাও ষড়যন্ত্রের একটি অংশ বলে মন্তব্য করেন তিনি।
জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আব্দুল কালাম মোস্তফা লাবুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি শামিমুর রহমান খান শামিম প্রমুখ।
শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।