টাঙ্গাইলের বাসাইল উপজেলা সদর বাজারের মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে দুই কসমেটিকস এর মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা এ অভিযান পরিচালনা করেন। 
জানা গেছে, উপজেলা সদরের মার্কেটে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল ও বাসাইল সেনাবাহিনী ক্যাম্প সার্বিক সহায়তা প্রদান করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।