ঢাকা | 04 November 2025

আদি টাঙ্গাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 28, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 আদি টাঙ্গাইল ছাপড়া মসজিদে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প। 
২৭ সেপ্টেম্বর(শনিবার) টাঙ্গাইল পৌরসভার ১২নং ওয়ার্ড আদি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী আদি টাঙ্গাইল বায়তুল আমান(ছাপড়া) জামে মসজিদে ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ডাঃ সাইফুল ইসলাম স্বপন।  ফিজিওথেরাফিস্ট মোঃ লাভলু মিয়া এবং ব্লাড গ্রুপ, ডায়াবেটিস নির্নয়, ওজন মাপা ও ব্লাড পেশার মাপার জন্য রেজা মমতাজ মেডিকেল ও সেন্ট্রাল হাসপাতালের স্টাফ উপস্থিত ছিলেন।
সকাল ৯টায় আদি টাঙ্গাইল ছাপড়া মসজিদের ইমাম হাফেজ মুফতী ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বপন, সমাজের সাধারণ সম্পাদক সাকিব হোসেন ইফুন, কোষাধ্যক্ষ ইছহাক উদ্দিন, মুয়াজ্জিন দেলোয়ার হোসেনের উপস্থিতিতে সাবেক মৌলভী শিক্ষক মোসলেহ্ উদ্দিন ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। 
আদর্শ আদি টাঙ্গাইলের আয়োজনে ১২নং ওয়ার্ডের আনুমানিক ১৫০ জন রুগী ফ্রি চিকিৎসা গ্রহন করেন। আদর্শ আদি টাঙ্গাইলে গ্রুপের মোহাম্মদ জোবায়ের, মোজাম্মেল হক, খালেকুজ্জামান, মাসুম সিয়া, আবিদ হোসেন ইমন,আরিফ হোসেন, মতিয়ার রহমান, সিয়াম, আদিল,আব্দুল বারি, হৃদয়, আকিব, রুলীন, সাবিদ, মইনুল হোসেন, শিমরোজ হাসান শিহাদ সহযোগিতা করেন। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ