টাঙ্গাইলে বন্ধন সাহিত্য সংস্কৃতি সংসদের উদ্যোগে ১৬ আগস্ট শনিবার জুলাই বিপ্লব 'উত্তর প্রত্যাশা ও করণীয়' শীর্ষক আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয় । সাধারণ গ্রন্থাগারের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সমাজ কল্যাণ পরিষদ টাঙ্গাইল এর সভাপতি আহসান হাবীব মাসুদ। প্রধান আলোচক হিসেবে ছিলেন লেখক গবেষক ও প্যারেন্টিং কলসালটেন্ট ড. আহসান হাবীব ইমরোজ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বন্ধন সাহিত্য সংস্কৃতির সংসদের উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্ট্রার রেজাউন হাসান চৌধুরী। জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে মারুফ শহীদ মারুফের মা ও শহীদ আনাফের মা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বন্ধন সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন বাদল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওমর ফারুক জোবায়ের। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রফিকুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, ‘জুলাই বিপ্লব এদেশের মানুষের আত্মমর্যাদার রক্ষাবকচ এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের অনন্য নিদর্শন। আজকের প্রজন্মের উচিত বিপ্লবের সেই চেতনাকে ধারণ করে বাতিলের মোকাবেলায় দৃঢ় অবস্থান গ্রহণ করা।’
বক্তারা আরও বলেন, ‘শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চিরন্তন, ঈমানি চেতনা কখনও কারো সামনে নত হবে না।
জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে হবে। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে আগামীতে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, সৎ মানুষের শাসন নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন, এদেশের মানুষ শান্তি ও নিজেদের অধিকার চায়, আর কোনো স্বৈরশাসন দেখতে চায় না।
বক্তারা বলেন, “জুলাই বিপ্লবের শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ গঠন করতেই হবে।” তারা ইনসাফ, মানবাধিকার ও ন্যায়বিচারের সংগ্রামে একতাবদ্ধ থাকার আহ্বান জানান।