টাঙ্গাইলের মধুপুরে ক্রয়কৃত  সম্পত্তিতে বসবাস করে আসছে   রাবেয়া বেগম। জোরপূর্বক দখলের চেষ্টায় প্রতিপক্ষের  বাড়ি ঘর  ভাংচুর ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। ভূক্তভোগী সামাদ মিয়া ও তার স্ত্রী রাবেয়া  বাদী হয়ে প্রতিপক্ষ মৃত্যু   মালেক খা ছেলে রুহুল আলামিন খা (৫০) আবুতালেব ধাইনা (৪৫) মো: মোবারক  মো: আবুতালেবের  স্ত্রী বুলবুলি,আজাহারের স্ত্রী হাফিজা  মো:লাল মিয়া স্ত্রী মুক্তা, মো  মোবারকের স্ত্রী জরিনা, মো : মোকলেস  সহ ৬/৭  জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।   
উপজেলার মালাউড়ী থানা পাড়া  পৌর এমন ঘটনাটি  ঘটেছে। অভিযোগ ও সরেজমিনে গিয়ে ভুক্তভোগী, স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে এমন তথ্যই পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার  (১৮ সেপ্টেম্বর) বিকালে  মালেক খা ছেলে রুহুল আলামিন খান (৫০) আবুতালেব (ধাইনা) (৪৫)  লোকজন নিয়ে বাঁশ, কাঠ, রড,লাঠি সোটা   নিয়ে বাড়ি ঘর ভাঙচুর   করে। এ বিষয়ে স্থানীয়রা  বৈঠক করলেও মীমাংসা হয়নি। মধুপুর মালাউড়ী  গ্রামের ভূক্তভোগী  সামাদ মিয়া ও তার স্ত্রী রাবেয়া জানায় , এই জমি ক্রয় করার পর ৩০ বছর যাবৎ আমি  ভোগ দখল করে আসছি।
কিন্তু গত ৫ আগস্ট সরকার পতন হওয়ার পর থেকেই  রাজনৈতিক প্রভাব খাটিয়ে  রুহুল আলামিন ও তার ভাই আবুতালেব (ধাইনা) এই জমি তাদের বলে দাবী করে আমাদেরকে জমি ছাড়ার জন্য হুমকি দেয়। জমি না ছাড়লে প্রাণ নাশের হুমকি জোর করে বাড়ি ঘর জমি  দখল  করতে আসে।
এতে বাঁধা প্রদানের চেষ্টা করলে অস্ত্রধারীরা তার উপর চড়াও হয়। এসময় আত্মরক্ষার্থে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে ঘটনাস্থলে জড়ো হন। পরে উপস্থিত লোকজনের সামনেই তাকে প্রাণনাশের হুমকি দেয় প্রতিপক্ষরা। এ বিষয়ে  এলাকার লোক  জানান, এ জমি  সামাদ  অন্তত ৩০ বছর ধরে ভোগ দখল করে আসছে। কিন্তু হঠাৎ করেই  শুনতে পায় রুহুল আলামিন খা ও তার সহ সাথী   আবুতালেব  তাদের জমি বলে জবর দখল করতে আসে। 
উল্লেখ্য যে, এই জমির একপাশ দিয়ে রাস্তা থাকলেও জোর করে অপর পাশ দিয়ে আরো একটি রাস্তা নিবে বলে জোর করলে বাধা দিতে গেলে সামাদ ও তার স্ত্রী কে  মেরে ফেলার হুমকি দেয়। 
এলাকাবাসী আরো জানান,তারা ৩০  বছর ধরে এই জমি ভোগ দখল করে আসছে। হঠাৎ করে   তাদের বলে দাবী করে। আমরা কখনো শুনিনি যে এটা তাদের জমি। তাই আমাদের  মতে তাদের দাবী অবৈধ ও বেআইনি। 
এ বিষয়ে মধুপুর  থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।