টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া ইউনিয়নে গণঅধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ২৫ (ডিসেম্বর) রাতে উপজেলার করটিয়া ইউনিয়নে গণঅধিকার পরিষদের নতুন কার্যালয় ফিতা ও কেক কেটে উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর।
সদর উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিতি ছিলেন জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পলাশ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নবী-নূর, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি ফাহাদুল ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী, নাগরপুর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আলামিন। এছাড়াও করটিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ সমর্থকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে সদর উপজেলার করটিয়া ইউনিয়নে গণ অধিকার পরিষদের আগামী ছয় মাসের জন্য কমিটি গঠন করা হয়েছে। এতে মনজু মিয়াকে আহবায়ক ও ইয়াদ আলী মিয়াকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।