ঢাকা | 12 September 2025

এনসিপির বিরুদ্ধে বিন্দুবাসিনীর ছাত্রদের মানববন্ধন

Deleted, Deleted
নিউজ প্রকাশের তারিখ :Jul 30, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইল প্রতিনিধি :
 এনসিপির পথ সমাবেশে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের ক্লাস থেকে বের করে নিয়ে যাওয়ার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত করেছে ছাত্ররা। 

আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করে শিক্ষার্থীরা। 

এসময় শিক্ষার্থীরা বলেন, টাঙ্গাইলের বিগত দিনের ইতিহাসে বিন্দুবাসিনীর ক্লাস বাদ দিয়ে কোন রাজনৈতিক সভা সমাবেশে অংশগ্রহণ করেনি শিক্ষার্থীরা। অথচ গতকাল শহরের নিরালা মোড়ে এনসিপির পথসভায় যোগদানের জন্য ক্লাস থেকে বের করে নিয়ে আসে এনসিপির নেতারা। এসময় শিক্ষকরা বাঁধা দিতে গেলে তাদেরকেও লাঞ্ছিত করা হয়। ঐদিন বিকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে এই ইস্যু নিয়ে। তাই আমরা দাবী জানাচ্ছি এনসিপিকে ক্ষমা চাইতে হবে স্যারদের কাছে।

মানববন্ধনে, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ