ঢাকা | 15 January 2026

২৫০ জন কে বিনামূল্যে চক্ষু সেবা দিল সামাজিক সেবা সংগঠন

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 15, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের দেলদুয়ারে সামাজিক সেবা সংগঠনের (এনজিও) উদ্দ্যোগ ও আর্থিক সহায়তায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এ কার্যক্রমের আওতায় দেলদুয়ার উপজেলা ও টাঙ্গাইল সদর উপজেলার প্রায় ৩৬ টি গ্রামের ২৫০ জনের অধিক ব্যক্তিকে এ সেবা দেয়া হয়।রবিবার সকালে প্রতিষ্ঠানটির প্রধান কার্যলয় সংলগ্ন পাথরাইলের প্রাইমারী স্কুল মাঠ প্রাঙ্গনে এ চক্ষু সেবা কার্যক্রম পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সামাজিক সেবা সংগঠনের নির্বাহী পরিচালক মো. মোজাম্মেল হোসেন তালুকদার, অতিরিক্ত পরিচালক (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পরিচালক (কার্যক্রম) আব্দুল বারেক, অতিরিক্ত পরিচালক (অডিট) আব্দুল আওয়াল, সহকারী পরিচালক (প্রশিক্ষণ) কামাল আহমেদ, জোনাল ম্যানেজার (অডিট) আনিছুর রহমান প্রমুখ।

বিনামূল্যে চক্ষু সেবা পেয়ে প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেবা গ্রহীতারা।

উল্লেখ্য, শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার, খেলাধুলা, শিল্প সংস্কৃতি, ধর্মীয়সহ নানা কাজে প্রতিষ্ঠানি অবদান রেছে চলেছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ