টাঙ্গাইলের বৃহত্তর চরাঞ্চলে ঐতিহ্যবাহী বেগুনটাল হাটে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন জেলা শ্রমিকদলের নেতৃবৃন্দরা। যেহেতু সরকার ঘোষিত ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এরই ধারাবাহিকতায়  সদর উপজেলার হুগড়া ইউনিয়নে বেগুনটাল হাটে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক টাঙ্গাইল সদর-৫ থেকে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ভোট চেয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণসহ ধানের শীষে ভোট প্রার্থনা করেন তারা। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম ভিপি মনিরের নেতৃত্বে  এ লিফলেট বিতরণ করা হয়। 
এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, জেলা শ্রমিক দল নেতা তোফাজ্জল হোসেন, শহর শ্রমিক দলের  যুগ্ম সম্পাদক মনির হোসেন, শহর শ্রমিকদল নেতা মুন্না, হুগড়া  ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জয়নাল আবেদীন, কাকুয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আল আমিন বাবু"সহ শ্রমিকদলের অন্যান্য নেতৃবৃন্দ।