ঢাকা | 03 November 2025

টাঙ্গাইলে শারদীয় প্রীতি ফুটবলে লাল দল ৩-১ গোলে জয়ী

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 25, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 শীতের আগমনী সকালকে রাঙিয়ে দুরন্ত স্টাইকার ইমতিয়াজ, হাবিব ও ডাঃ হায়দারের চমৎকার পারফমেন্সে ৩-১ গোলে সবুজ দলকে হারিয়ে শারদীয় প্রীতি ম্যাচটি নিজেদের করে নিয়েছে।
শনিবার(২৫ অক্টোবর) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে ফোরটি আপ ব্রাদার্স ক্লাবের সনাতনী বন্ধুদের আয়োজনে শারদীয় প্রীতি ফুটবল ম্যাটি আকর্ষনীয়ভাবে শেষ হয়। 
খেলার শুরু থেকে লাল দলের গোছানো ফুটবলের আক্রমনের ঢেউ সবুজ দলের রক্ষণভাগ ছন্নছাড়া হয়ে যায়। ছন্নছাড়া রক্ষণের ব্যর্থতায় লাল দলের হাবিব খেলার ৯ মিনিটের সময় জটলা থেকে গোল করে দলকে এগিয়ে নেয়। 
খেলায় পিছিয়ে পড়ে সবুজ দল  শিমুল ও নজরুল ইসলামের নেতৃত্বে আক্রমনের ঢেউ লাল দলের রক্ষণভাগে চাপ প্রয়োগ হয়। সবুজ দলের  স্টাইকারদের ব্যর্থতায় গোল করে খেলায় সমতা আনা সম্ভব হয়নি। উলটো খেলার ১৬ মিনিটের সময় লাল দলের ইমতিয়াজ মুজিবুরের কাছ থেকে বল পেয়ে চমৎকার দক্ষতায় ডিবক্সের বাইরে থেকে কোনাকুটি শটে গোলরক্ষক আলআমিনকে পরাস্ত করে(২-০)
দ্বিতীর্য়াধে সবুজ দল তুলনামূলক ভালো খেললেও  লাল দলের সুযোগ সন্ধানী স্টাইকার ডাঃ হায়দার গোল করে(৩-০) ব্যবধান বাড়িয়ে নেয়। খেলার শেষ দিকে সবুজ দলের পক্ষে ডাঃ আব্দুল্লাহ একটি গোল পরিশোধ করে। দলের স্টাইকার ইমতিয়াজ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
লাল ফুটবল দলঃ সুব্রত ধর(গোলরক্ষক), মতিউর, গৌর সুন্দও, ইমরান, বিশ^জিৎ, ছানোয়ার, উজ্জল, উৎপল(অধিনায়ক), নিলয়,আয়নাল, হাবিব, নোমান,  অনুপম, মোস্তফা, ডাঃ হায়দার আলী, মুজিবুর ও ইমতিয়াজ। 
সবুজ ফুটবল দলঃ আল আমিন(গোলরক্ষক),মিশু,ডাঃ শরিফুল, রাতুল, লিটন সাহা(অধিনায়ক),হাজী সোহেল, মামুন প্রেস, বিজয়, মমিনুল, দুলাল, সোহেল শান্তি,ডঃ  পিনাকী দে, শিমুল খান, ডাঃ আব্দুল্লাহ, রফিক, নুরে আলম ও ডাঃ নজরুল ইসলাম। 
রেফারীঃ হারুন অর রশীদ



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ