ঢাকার কলোনী-আশুলিয়া মহাসড়কে চলন্তবাসে সাভার পরিবহনের এক যাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। চলন্তবাসে গণধর্ষণ মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বাসের ড্রাইভার মোঃ আলতাফ (২৫), হেল্পার মোঃ সাগর (২৪), ড্রাইভারের সহযোগী মোঃ রাব্বি(২১)।
এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শরীফ জানান, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে ভিকটিম (২৬) ঢাকার কলোনী থেকে আশুলিয়া যাবার জন্য সাভার পরিবহনে উঠেন। বাসে তখন ২ জন যাত্রী ছিলেন। পরে যাত্রীরা নামার পর এই নারী যাত্রীকে জোর করে আটকে রেখে সাথে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করে ওই নারীকে গণধর্ষন করে।
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের উপর সন্দেহজনক অবস্থায় দাড়ালে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনা জানতে পারে। পরে দিনাজপুরের আব্দুর রবের ছেলে আলতাফ, ফরিদপুরের চুন্নু মাতবাবরের ছেলে সাগর ও হবিগঞ্জের আব্দুর রশিদের ছেলে রাব্বিকে গ্রেফতার করা হয়। তাদের আটক করে জেলা পুলিশকে জানালে সদর থানা পুলিশ তাদের হেফাজতে নেন।