ঢাকা | 15 January 2026

ধনবাড়ীতে মাথা গোঁজার ঠাঁই পেলেন অসহায় পরিত্যক্তা শাজেদা বেগম

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধ, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 11, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের  জামশেরপুর দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা অসহায় পরিত্যক্তা শাজেদা বেগমকে ঘর উপহার দিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ।

অসহায় পরিত্যক্তা শাজেদা বেগমের গর্বে তিন মাসের বাচ্চা সহ তাকে ছেড়ে চলে যায় তার স্বামী। তার পর এক সন্তান নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে  কাজ করে কোনভাবে জীবন পার করছিলেন। দীর্ঘদিন অন্য মানুষের বাড়ীতে এবং পরে একটি ভাঙ্গা ঘর নির্মাণ করে কোনভাবে বসবাস করে আসছিলেন। খবর পেয়ে ছুটে আসে, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ এর সমর্থক গোষ্ঠীর লোকজন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ঘরের টিন, সিমেন্টের খুঁটিসহ সকল জিনিসপত্র নিয়ে হাজির হন অসহায় পরিত্যক্তা শাজেদা বেগমের বাড়ীতে। কর্নেল আজাদ এর বড় ভাই আরশাফুল ইসলাম মাসুদ ও কর্নেল আজাদ সমর্থকগোষ্ঠীর নেতাকর্মীরা উপস্থিত থেকে পুরাতন ঘর ভেঙ্গে ঐ জায়গায় নতুন ঘর নির্মাণ করে দেন।

অসহায় সাজেদা বলেন, আমি একজন অসহায় মানুষ আমার স্বামী আমার পেটের তিন মাসের বাচ্চা রেখে আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায় আমি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ের কাজ করে কোনভাবে জীবন করছি।এ কথা বলে দু চোখের পানি ছেড়ে দেয় অসহায় সাজেদা বেগম, সাজেদা বলেন আমার একটা স্বপ্ন ছিল নিজের একটা ঘর হবে সেই ঘরে থেকে আমি মারা যাব । আল্লাহ আজকে আমার স্বপ্ন পূরণ করেছে  কর্নেল আজাদ ভাই আমাকে নতুন একটি ঘর করে দিয়েছে।

এমন মানবিক কাজে স্থানীয় এলাকাবাসী লে: কর্নেল অব: আসাদুল ইসলাম আজাদের উপর অনেক খুশি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ