টাঙ্গাইলের ঘাটাইলে মাইক্রোবাসের চাপায় তুহিন ইসলাম (৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার ঘাটাইল- সাগরদিঘী আঞ্চলিক সড়কের মাকড়াই কুমারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) সজল খান।
পুলিশ ও স্থানীযরা জানান, নিহত তুহিন উপজেলার মাকড়াই কুমারপাড়া গ্রামের ভ্যান চালক শামীম মিয়ার ছেলে। শিশুটি বাড়ির পাশেই অবস্থিত মাকড়াই মদিনাতুল উলুম মাদরাসার প্লে শ্রেণীর ছাত্র ছিল। আজ বুধবার দুপুরে তুহিন তার মায়ের হাত ধরে মাদরাসা থেকে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি আসলে শিশু তুহিন হঠাৎ মায়ের হাত ছেড়ে দিয়ে দৌড় দেয়। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) সজল খান জানান, ঘটনাটি আমরা শুনেছি। এ বিষয়ে নিহতের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।