টাঙ্গাইলের সখীপুরে প্রায় দুই লাখ টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের নকিল বিলে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করেন। পরে জনসম্মুখে ওইসব জালগুলো পুড়িয়ে দেন। এ সময় মৎস্য বিভাগের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নকিল বিল ও এর আশপাশে পেতে রাখা অবৈধ চায়না জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে ওইসব পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, অবৈধ চায়না জালের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।