স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের তারুটিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুমুদিনী সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুমি আক্তার।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে করটিয়া থেকে টাঙ্গাইল ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমি আক্তার ফটিকজানি, পৌলি, এলেঙ্গা এলাকার বাসিন্দা।
জানা গেছে, সাদত কলেজে পরীক্ষায় অংশগ্রহণ শেষে ইজিবাইকে করে বাড়ি ফেরার পথে তারুটিয়ার নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি দুর্ঘটনার শিকার হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় একই বিভাগের শিক্ষার্থী দিব্যাপ্রভা রায় আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, করটিয়া থেকে টাঙ্গাইলগামী একটি ইজিবাইক অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হন বলে জানা গেছে।