ঢাকা | 15 January 2026

টাঙ্গাইল প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 14, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইল প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে প্রেসক্লাব কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর থানার ওসি মো: রুহুল আমীন ও বিশিষ্ট ব্যবসায়ী, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সদস্য মো: কাউসার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। শুভেচ্ছা বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন ও ইফতেখারুল অনুপম, কোষাধ্যক্ষ আব্দুর রহিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মালেক আদনান। 

পরে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ