বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন.‘ আওয়ামীলীগ দেশ স্বাধীন করে মনে কবরেছিল তারা দেশের মালিক । স্বাধীন দেশে একনায়কতন্ত্র হতে পারেনা। শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন।’ তিনি মঙ্গলবার যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন। গোলাম মোস্তফা জীবনের সভাপতিত্বে ও আজিজ রেজা এবং ফজলুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ নম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীন, সাবেক পানেল মেয়র আলী আজম সিদ্দিকী প্রমুখ। সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন,‘ আমার জানামতে কোনো থর্ম ব্যবসায়ীরা ধমর্ নিয়ে রাজনীতি করে লাভবান হতে পারেনি। আমার কর্মই আমাকে বেহেস্ত দিবে। বিএনপি সকল ধর্মের মানুষকে নিয়ে রাজনীতি করে।’ দুর্নীতির বিরোদ্ধে তিনি দলের নেতা কর্মীদের কড়া বার্তা দিয়ে মানুষের জন্য রাজনীতি করার আহবান জানান।