ঢাকা | 15 January 2026

মধুপুরে প্রয়াত মেয়র সরকার শহীদের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 14, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ মধুপুর -ধনবাড়ী আসনের বিএনপির মনোনীত প্রার্থী মরহুম শহিদুল ইসলাম সরকার সহিদ এর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার( ১৩ জানুয়ারী) বিকেল নিজ বাস ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধুপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
এ সময় উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, টাঙ্গাইল-১ (মধুপুর -ধনবাড়ী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সাবেক জেলা বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  হুমায়ুন কবির তালুকদার,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  আব্দুল লতিফ পান্না, পৌর বিএনপির সহসভাপতি মরহুম সরকার সহিদের স্ত্রী লিলি সরকার, উপজেলার বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক আসাদুজ্জামান সরকার প্রমূখ। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধুপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মেহেদী হাসান মিনজু।

উক্ত অনুষ্ঠানে হুমায়ুন কবির তালুকদারের নেতৃত্বে প্রায় দুই শতাবধিক নেতাকর্মী মধুপুরে স্বপন ফকিরের হাতকে শক্তিশালী করে  ধরনের শীষকে বিজয়ী করার লক্ষে স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট মোহাম্মদ আলী গ্রুপ থেকে চলে এসে যোগদান করেন।
এ সময় সরকার শহীদের একমাত্র পুত্র আদিত্য সরকারকে উপজেলা বিএনপির সভাপতি জনসম্মুখে পরিচয় করিয়ে দেন।
এ সময় উপজেলা বিএনপি,পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল মহিলাদলসহ বিএনপির সকল সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে মরহুমের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ