টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে গোসল করতে নেমে হামিদুল ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত হামিদুল ইসলাম পঞ্চগড় জেলার বোদা উপজেলার বাসিন্দা। ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর বারটার দিকে পুকুরে এক যুবক গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে তিনি ডুবে যান। বিষয়টি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় পুকুর থেকে ওই যুবককে মৃত অবস্থায় উদ্ধার করে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান বলেন, নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তবে তিনি কী কারণে ঘাটাইলে অবস্থান করছিলেন, সে বিষয়ে এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।