ঢাকা | 03 November 2025

তরফপুর দারুল সুন্নাহ বহুমুখী দাখিল মাদরাসা পরিচালনা পরিষদের নির্বাচনে মোকাদ্দছ আলী সভাপতি নির্বাচিত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 23, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর দারুল সুন্নাহ বহুমুখী দাখিল মাদরাসা পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক মো. মোকাদ্দছ আলী সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন তরফপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। 
মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার জানান, মাদরাসা পরিচালনা পরিষদে ৫ জন ছাত্র ও ৩ জন শিক্ষকসহ  ৮ জন প্রতিনিধি রয়েছেন। সভাপতি পদে দুইজন প্রার্থী থাকায় পরিচালনা পরিষদের ৮ সদস্যের গোপন ভোট নেয়া হয়। এতে ৭ ভোট পেয়ে মো.  মোকাদ্দছ আলী সভাপতি নির্বাচিত হয়েছেন। 
নবনির্বাচিত সভাপতি মো. মোকাদ্দছ আলী জানান, ছাত্র শিক্ষক অভিভাবক ও পরিচালনা পরিষদের সদস্যসহ সকলের সহযোগিতা নিয়ে মাদরাসার শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে তিনি জানিয়েছেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ