টাঙ্গাইলের মধুপুরের মহিষমারা কলেজের কর্মমুখী শিক্ষা গ্রহণের জন্য ছাত্র ছাত্রীদের পড়াশোনা পাশাপাশি কৃষি প্রশিক্ষের মাধ্যমে উদ্বুদ্ধ করছেন মাহিষমারা কলেজের শিক্ষাকেরা।
এ উপলক্ষে সোমবার (২৭অক্টোবর) বিকালে মহিষমারা কলেজের প্রাঙ্গণে ছাত্র ছাত্রীদের নিয়ে নানা ধরনের ফসলের চারা রোপণের এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন শিক্ষক ও প্রতিষ্ঠাতা।
শিক্ষার মান বৃদ্ধি পাশাপাশি নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার, মোবাইল, জুয়াসহ নানা ধরনের অপকর্ম থেকে শিক্ষার্থীরা যাতে আসক্ত হতে না পারে সেই জন্য এই কৃষি প্রশিক্ষনের মাধ্যমে চাকরীর আশা না করে নিজে নিজেই উদ্যোক্তা হতে পারে সে জন্য এ ব্যবস্থা গ্রহণ করেছে এই প্রতিষ্ঠান। ছাত্র-ছাত্রীরা যাতে বেকার সমস্যা থেকে রক্ষা পায় সেই লক্ষ্যে বিদ্যালয়ের এক পাশে এ পুষ্টির বাগান করেছে শিক্ষক শিক্ষার্থীরা।
গাছ ও সবজি রোপনের মাধ্যমে যাতে করে তারা কিছু শিক্ষতে পারে ও নিজের চাহিদা মেটাতে পারে সে লক্ষ্যে মহিষমারা কলেজটি পাঁচ এককর জমি রয়েছে । তার মধ্যে ২ বিঘা জমিতেম কৃষি কাজে ব্যবহারের জন্য রয়েছে এধরনের একটি প্রকল্প করেছে। মোট ছাত্র ছাত্রী ৩০০শত মত আর শিক্ষক হলো ২০ জন সিজন অনুযায়ী শাকসবজি লাগিয়ে তারা ছাত্র ছাত্রীসহ এলাকার সাধারণ লোকজনের মধ্যেও ছড়িয়ে দিচ্ছে এই প্রকল্পের সুবিধা। তাই এ কলেজের আলাদা বিশেষত্ব রয়েছে দেশ জোড়া।