ছবির ক্যাপশন:
সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে ৫৪তম জাতীয় সমবার দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১নম্বেভর) সকালে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, সমবার বিভাগ ও সমবায়ীবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ নাজমুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো: সাখাওয়াত হোসেন প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সমবায় সমিতির সদস্যগণ।