ঢাকা | 15 January 2026

প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষা স্থগিত, টাঙ্গাইলের হাজারো খুদে শিক্ষার্থী উৎকন্ঠায়

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 22, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

আজ ২১ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘মেধা যাচাই পরীক্ষা' অনুষ্ঠিত হবার কথা থাকলেও তা বন্ধ রয়েছে। অথচ পরীক্ষা বন্ধ সংক্রান্ত কোন আদেশ পৌঁছেনি জেলা শিক্ষা অফিসে। শুধুমাত্র বিভিন্ন মিডিয়ার সংবাদে স্থগিত করা হয়েছে প্রাথমিকের মেধা যাচাই পরীক্ষা - এমনটি জানালেন টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশীদ  ।
জানা গেছে,  মেধা যাচাই পরীক্ষা  ১ মাসের জন্য স্থগিত করে আদেশ দিয়েছেন মহামান্য  হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৪ ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ দেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মেধা যাচাই পরীক্ষা ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মহামান্য  হাইকোর্টের স্থগিত আদেশ  বহাল থাকায় সারা দেশের ন্যায় টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় হাজার হাজার শিক্ষার্থী উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছেন। 
 
টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় হাজার হাজার শিক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা যাচাই পরীক্ষায় অংশ গ্রহণ করার কথা থাকলেও মহামান্য  হাইকোর্টের স্থগিত আদেশ  বহাল থাকায় তারা অংশ গ্রহণ করতে পারছেন না। 
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,  টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলা মেধা যাচাই পরীক্ষায় অংশ গ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থী
মোট ১৪ হাজার ৭ মত ৯২ জন  
। এর মধ্যে বালক ৬ হাজার ৩ শত ৭০ জন ও বালিকা ৮৪২২ জন। মোট শিক্ষার্থীদের মধ্যে  টাঙ্গাইল সদর উপজেলায় ২ হাজার ৬৭১ জন, নাগরপুর  উপজেলায় ১ হাজার ৪৬৯ জন, ঘাটাইল  উপজেলায় ১ হাজার ৩৭৫ জন, সখিপুর  উপজেলায় ১ হাজার ২৭০ জন, গোপালপুর  উপজেলায় ১ হাজার ৭৮ জন, মধুপুর  উপজেলায় ৮৩৭ জন, ভূঞাপুর  উপজেলায় ৭৫৮ জন, মির্জাপুর  উপজেলায় ১ হাজার ৬৩৭ জন,বাসাইল  উপজেলায় ৬৭৩ জন, দেলদুয়ার  উপজেলায় ৭৩৯ জন, কালিহাতী  উপজেলায় ১ হাজার ৭০৬ জন এবং  ধনবাড়ি উপজেলার ৫৭৯ জন। 

মেধা যাচাই পরীক্ষায় অংশ গ্রহণ করতে না পেরে খুদে শিক্ষার্থীদের মতে নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে। তারা উদ্বেগ ও উৎকন্ঠায় দিনাতিপাত করছেন। 
টাঙ্গাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী  আদনান জানান,  সারা বছর অপেক্ষা করে মেধা যাচাই পরীক্ষার ঠিক আগে বাবা জানালেন পরীক্ষা স্থগিত করা হয়েছে। এটি একটি বড় প্রতিযোগিতা। আমি কেমন শিখেছি তা অন্যদের সাথে তুলনা করা হবে। অথচ তা স্থগিত করা হলো। শুনেছি জুনিয়র বৃত্তি পরীক্ষা হচ্ছে। তাহলে আমাদের পরীক্ষা বন্ধ কেন? আমরাও অংশ নিতে চাই। 

খুদে শিক্ষার্থীদের সাথে অভিমত ব্যক্ত করেছেন অভিভাবকগণও। তারা জানান, যেহেতু জুনিয়র বৃত্তি পরীক্ষা হচ্ছে তাহলে প্রাথমিক মেধা যাচাই শুরু হোক। অনেক দিন অপেক্ষার পর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বাচ্চারা বেশ উৎফুল্ল ছিলো। যথাযথ কর্তৃপক্ষের কাছে এবছরই মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য বিনীত অনুরোধ রইলো।
সদ্য যোগদানকৃত
টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশীদ  জানান, প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষা স্থগিতের আদেশ অফিসিয়ালি পাইনি। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে, মহামান্য হাইকোর্ট মেধা যাচাই পরীক্ষা স্থগিত করেছেন। 

আদেশ না পেয়ে পরীক্ষা স্থগিত রেখেছেন কেন?  - প্রতিবেদকের এমন প্রশ্নে তিনি বলেন,  পরীক্ষা অনুষ্ঠিত হবার উপকরণ,  জেলা প্রশাসন কর্তৃক লোকবল ও প্রয়োজনীয় নির্দেশনা না থাকায় মেধা যাচাই পরীক্ষা বন্ধ রয়েছে। নির্দেশনা পেলে মেধা যাচাই পরীক্ষা যথারীতিতে অনুষ্ঠিত হবে।




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ