টাঙ্গাইলের সখীপুরে জোসনা বেগম (৫২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ভাতগড়া গ্রামের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। গৃহবধূ জোসনা বেগম ওই এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত জোসনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গৃহবধূ জোসনা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার সকালে থাকার ঘরের দরজা বন্ধ করা দেখে জোসনা বেগমের ছেলে জুয়েল রানা ডাকাডাকি করতে থাকেন। এ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে জানালার ছিদ্র দিয়ে ঘরের আড়ার সঙ্গে তাঁর মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে সখীপুর থানা-পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) লিবাস চক্রবর্তী বলেন, গৃহবধূ জোসনা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় আপাতত অপমৃত্যু মামলা হয়েছে