ঢাকা | 15 January 2026

টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৪ জনকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 21, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার সকাল থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত জেলার ১২টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ বিপ্লব মিয়া, আশুতোষ কুমার সাহা, করিম মিয়া, কবির হোসেন, সুমন খান, শফিক তালুকদার, মো. শাকিল, হেলাল উদ্দিন, নওজেস আলী, সেলিম হোসেন, গোলাম মোস্তফা, দেলোয়ার হোসেন, আব্দুল খালেক, আমিনুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা নাগরপুর, মির্জাপুর, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, ঘাটাইল, সখীপুর, ধনবাড়ী, কালিহাতী, ভুঞাপুর, মধুপুর, বাসাইল ও গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি। মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর আহত, হত্যাচেষ্টা, ভয়ভীতি, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধ বিভিন্ন উল্লেখ করা রয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ