ঢাকা | 03 November 2025

সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাস ফেরত যুবকের মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 29, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নাহিদুজ্জামান নাহিদ (৩৫) নামের প্রবাস ফেরত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের রতনপুর তোরুপবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজ বুধবার সকাল ১০টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। নিহত নাহিদ রতনপুর ঢাকিপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।  দীর্ঘদিন তিনি সৌদি আরবে ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে পাশ্ববর্তী তোরুপবাজারে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তারপাশে রাখা ইটের স্তুুপের উপর ছিটকে পড়েন নাহিদ। এতে তাঁর মাথা ফেটে মগজ বেড়িয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নাহিদের মৃত্যুতে পরিবার, বন্ধুমহল আত্মীয়সজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বড় ভাই আব্দুল খালেক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই পুলিশকে না জানিয়েই বুধবার সকাল ১০টার দিকে পারিবারিক কবরস্থানে নাহিদকে দাফন করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, দুর্ঘটনার বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ