ঢাকা | 04 November 2025

ঘাটাইলে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ক্ষেতের থোর ধান কেটে ধ্বংস করার অভিযোগ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 13, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 
জমি নিয়ে বিরোধের জেরে ঘাটাইলের গ্রামে দরিদ্র পরিবারের অর্জিত ক্ষেতের থোর ধান কেটে ধ্বংশ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ এমদাদুল হক গংদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার আনেহলা ইউনিয়নের দুর্গম এলাকা সিংগুরিয়া গ্রামে।
সরজমিনে গিয়ে জানা যায়,সিংগুরিয়া মৌজার দুটি দাগের ৩১ শতাংশ ভূমি অত্র গ্রামের মৃত কাঞ্চু শেখের ছেলে আগর আলী (৫৫) ভোগদখল করে আসছে। প্রতিপক্ষ এমদাদ ও মনছুর গংরা তর্কিত জমিটি তাদের দাবি করে বেদখল করার পায়তারা করে আসছে। ধান আবাদ করলেও তা ঘরে আনতে পারছেনা। ফসল উঠার আগেই জোড়বলে ধ্বংস করে ফেলে। এ নিয়ে টাঙ্গাইল সিনিয়র জুডিসিয়াল আমলী আদালতে মামলাও রয়েছে। মামলার বাদী আগর আলী জানান,আমার বাড়িভিটা বাদে এ জমিটুকুই আমার শেষ সম্বল। আমি ক্ষেতে যখন চাষাবাদ করি তখন আমারে বাধা দেয়না। যখন ফসল তোলার সময় হয় তখন লোকজন নিয়ে জোড়বলে নষ্ট করে দেয়। আমি গরীব মানুষ। প্রতিপক্ষ এমদাদ গংদরা প্রভাবশালী ও অনেক অর্থ সম্পদের মালিক। এলাকার কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়না। আমি বাড়িতে না থাকায় শনিবার সকালে লোকবল নিয়ে আমার ক্ষেতের থোর ধান কেটে ফেলে। এতে আমার কমপক্ষে ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে।আমি গরীব মানুষ। এ জমির ফসল ছাড়া আমার কোন কিছু নাই। এখন আমি পরিবার পরিজন নিয়ে কিভাবে চলব। আমি দিশেহারা হয়ে পড়েছি। এর আগেও গত বছরের ২৮ সেপ্টেম্বর আমার ক্ষেতে অর্জিত ধান গাছ বাইরাইয়া ভেঙ্গে কাচি দিয়ে কেটে ধ্বংস করে দেয়। এ নিয়ে আদালতে মামলা করি। ওই মামলায় ঘাটাইল থানা দারোগা একটি তদন্ত রিপোর্ট দেয়। 
আগর আলীর স্ত্রী নুরুন্নাহার বলেন, গত শনিবার বৃষ্টি হচ্ছিল। এমন সময় এমদাদ মিয়া দলবল নিয়ে আমাগো থোর ধানগুলো কাইটা বিছান দিয়া ফালাইয়া থুইয়া যায়। বাড়িতে কেউ না থাকায় আমার ৭ বছর বয়সি ছেলে নুরন্নবী থোর ধান গাছ কাটার ছবি তোলে রাখে। আমি যাবার চেষ্টা করলে আমাকে মেরে ফেলার হুমকী দেয়। আমরা এখন নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি।
এলাকাবাসির কাছে এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন,আগর আলীর সবই আছে। নাই শুধু টাকা আর লোকজন।
ঘটনার তদন্ত কর্মকর্তা ঘাটাইল থানা পুলিশের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা পেয়ে বিজ্ঞ আদালতে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। 
স্থানিয়রা জানান, এ বিষয়ে এলাকায় একাধিকবার শালিশ দরবার হয়েছে। কিন্তু আগর আলীর প্রতিপক্ষ মুনছুর ও এমদাদ কোন কাগজ পত্র দেখায়নি। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ