ঢাকা | 15 January 2026

জামালপুরে সর্ষেবরণ উৎসব

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 25, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
‘প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ  জনউদ্যোগ’-এর আয়োজনে জামালপুরের মেলান্দহ উপজেলার কাপাসহাটিয়া গ্রামের রৌমারী বিলকে  ঘিরে  আজ বুধবার দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ‘সর্ষেবরণ উৎসব ২০২৫’।

উৎসবে যোগ দেওয়ার জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি, সাহিত্যিক, লেখক, গবেষকসহ নানা পেশার মানুষ জড়ো হয়েছিলেন সেখানে। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পাখি বিশেষজ্ঞ, ভূ-পর্যটক এবং বাংলা একাডেমির ফেলো-ইনাম আল হক, কার্টুনিস্ট, রম্যলেখক এবং উন্মাদ পত্রিকার সম্পাদক-আহসান হাবীব, কথাসাহিত্যিক, ভ্রমণ-লেখক, বাংলা একাডেমির ফেলো এবং ব্র্যাক ব্যাংক-এর ভাইস চেয়ারম্যান, ফারুক মঈনউদ্দীন,পরিবেশ  বিষয়ক লেখক মোকারম হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল নুরুল হুদা, গান্ধী আশ্রমের প্রধান পৃষ্ঠপোষক হিল্লাল সরকার প্রমুখ। 

উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক এবং প্রকৃতিপ্রেমী জনাব রাজিয়া সামাদ ডালিয়া। উদ্বোধন পর্বে  সভাপতিত্ব করেন উৎপল কান্তি ধর ।  সমগ্র আয়োজেন সম্পৃক্ত ছিলেন জামালপুরের বিশিষ্ট সংস্কৃতিজন ও শিক্ষার্থীরা। এ উপলক্ষে সর্ষে মাঠের দৃশ্য নিয়ে এক চিত্র প্রতিযোগিতা, সর্ষ বরণ নিয়ে কবিতা আবৃত্তি, সঙ্গীত ও নাটিকার আয়োজন ছিল।অতিথিদের সবার বক্তব্য ছিল অভিন্ন-এই পৃথিবীকে বাঁচিয়ে রাখতে হলে প্রকৃতিকে সুস্থ রাখতে হবে। প্রকৃতি ভালো থাকলে মানুষ ভালো থাকবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ