জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পৌরসভা এলাকার একটি মন্দিরে সকল প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে সংশয়ে রয়েছে হিন্দুধর্মালম্বীরা। রবিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে সরিষাবাড়ী পৌর এলাকার তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনার অভিযোগে হাবিবুর রহমান (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান পৌরসভার শিমলাপল্লী গ্রামের সোহরাব মিস্ত্রীর ছেলে।
পুলিশ ও মন্দির কমিটি জানায়, প্রতিবছরের মতো তাড়িয়াপাড়া মন্দিরে এবারোও পুজা অনুষ্ঠিত হবে। এজন্যে তৈরী করা হয়েছিল বিভিন্ন প্রতিমা। পুজার সকল আয়োজন শেষ করে প্রতিমা নির্মান শিল্পীদের বিদায় দেয় কর্তৃপক্ষ। শনিবার গভীর রাতে হঠাৎ মন্দিরের একজন ঢুকে সাতটি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভেঙে চলে যায়। রবিবার সকালে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পায় মন্দির কমিটির লোকজন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করে সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত হাবিবুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে তাড়িয়াপাড়া মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মন জানান, রবিবার শুভ মহালয়া দিনে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। পুলিশ সিসি টিভি ফুটেজ দেখে একজনকে গ্রেপ্তার করে। এঘটনায় সংশয়ে রয়েছি আমরা হিন্দুধর্মালম্বীরা।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান, প্রতিমা ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ ঘটনায় অভিযোগে হাবিবুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।