ঢাকা | 03 November 2025

সখীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর ধরতে পুরস্কার ঘোষণা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 8, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


 
টাঙ্গাইলের সখীপুরে গত দুই মাসে অন্তত চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। চুরি ঠেকাতে চোর ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগ। আজ বুধবার সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু বকর তালুকদার পুরস্কার ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে উপজেলাজুড়ে মাইকিং করা হচ্ছে। 

সখীপুর বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের সখীপুর থেকে ১৭টি ফিডারের আওতায় পার্শ্ববর্তী ৮ উপজেলার আংশিক বিদ্যুৎ সরবরাহ করা হয়। সম্প্রতি উপজেলার কালিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি ও ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের বোয়ালী পেট্রলপাম্প এলাকার ট্রান্সফর্মারসহ অন্তত চারটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এ ছাড়া গত ৫ অক্টোবর গভীর রাতে উপজেলার বহুরিয়া মধ্যপাড়া এবং ২৯ সেপ্টেম্বর রাতে সখীপুর-সাগরদীঘি সড়কের কচুয়া পুকুরপাড় এলাকার ৫০ কেভিএ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার চুরির চেষ্টা চালায় দুর্বৃত্তরা। 
স্থানীয়রা জানান, ওইসব এলাকায় গভীর রাতে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে আশেপাশের লোকজন রাস্তায় বেরিয়ে আসে। পরে লোকজনের আনাগোনায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। নিয়মিত এসব ট্রান্সফরমার চুরির ঘটনায় অনেকটা ঘুম হারাম হয়ে পড়েছে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের। এর সঙ্গে যোগ হয়েছে গ্রাহক ভোগান্তি। ধারাবাহিক ট্রান্সফরমার চুরির ঘটনায় উপজেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা ও নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছর অর্থাৎ গত ৯ মাসে উপজেলার অন্তত ১২টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। 
বোয়ালী গ্রামের বিদ্যুৎ গ্রাহক লিটন তালুকদার বলেন, সড়কের পাশে একটি খুঁটিতে ট্রান্সফরমার লাগানো ছিল। সকালে ওঠে দেখা যায়, খুঁটির চারপাশের ঝোপঝাড়ের ভেতর ট্রান্সফরমারের উপরের খোসা পড়ে রয়েছে। ভেতরের মূল্যবান তার ও যন্ত্রাংশ নিয়ে গেছে চোরচক্র। 

এ বিষয়ে জানতে চাইলে সখীপুর পিডিবির (বিক্রয় ও বিতরণ বিভাগ) নির্বাহী প্রকৌশলী মো. আবু বকর তালুকদার প্রগতির আলোকে বলেন, ট্রান্সফরমার চুরির খবর পেলে গভীর রাতে নিজেই ঘটনাস্থলে ছুটে যাই, কিন্তু চোরচক্রের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। গ্রাহকেরা যাতে ভোগান্তির শিকার না হয় এজন্যে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। 
তিনি আরও বলেন, ট্রান্সফরমার চুরি ঠেকাতে পুলিশ ও বিদ্যুৎ বিভাগের সমন্বয়ে অতিরিক্ত পাহারার ব্যবস্থা, জনসচেতনতায় মাইকিং ও মসজিদের ইমামদের মাধ্যমে সচেতন করা হচ্ছে। সর্বশেষ চোর ধরিয়ে দিতে পারলে ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে। স্থানীয়রা সচেতন হলে চুরি ঠেকানো সম্ভব বলেও মনে করেন বিদ্যুৎ বিভাগের এ কর্মকর্তা। 




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ