ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র বিক্ষোভ মিছিল করেছে। ১৩ ডিসেম্বর শনিবার বিকেলে নিরাল আমারে শহীদ মিনার চত্বর থেকে মিছিল শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষের শেষে আবার শহীদ মিনার চত্বরে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা এনসিপি'র আহ্বায়ক এ্যাডভোকেট কামরুজ্জামান শাওন।
এসময় বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫ সদর আসনের এনসিপি মনোনীত এমপি প্রার্থী ও জেলা এনসিপি'র সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, টাঙ্গাইল জেলা যুব শক্তির আহ্বায়ক মীর সায়মন ইসলাম, টাঙ্গাইল জেলা ছাত্র শক্তির আহ্বায়ক আবু আহমেদ শেরশাহ। প্রোগ্রাম সঞ্চালনা করেন জেলা ছাত্রশক্তির সদস্য সচিব মাহাথির খান ভাসানী। এছাড়াও জেলা এনসিপি, যুবশক্তি ও ছাত্র শক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।