গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একদল চৌকস পুলিশ সদস্য নিয়ে
৬ সেপ্টেম্বর শনিবার দিবাগত মধ্য রাত ২.৩০ মিনিটের সময় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের উলাডাব উত্তরপাড়া গ্রামের সমেজের বাড়ির সামনের খেয়া ঘাট এলাকা থেকে চোর চক্রের ২ সদস্যকে মালামাল সহ হাতেনাতে গ্রেফতার করেছে। গ্রেফতারের আগ মুহূর্তে বিদ্যুতের সরঞ্জাম চক্রের কয়েকজন মিলে চুরির মালামাল বিক্রির উদ্দেশ্যে নৌকায় তুলতেছিল। এ সময় তাদের কাছে থেকে বিদ্যুৎ এর ট্রান্সফরমারের ৬০ কেজি তামার তার ও ৯৭ কেজি স্টিল প্লেট জব্দ করে থানা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ১৭ হাজার টাকা।
গ্রেফতারকৃত দু'জন উপজেলার ভারড়া ইউনিয়নের চান্দর গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. মনিরুল ইসলাম (২১) এবং একই গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. সিদ্দিক হোসেন (২১)
এ ঘটনায়, নাগরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এনফোর্সম্যান কোঅর্ডিনেটর মো. কামরুল ইসলাম বাদি হয়ে ৩৭৯ ধারায়, নাগরপুর থানায় ৭ সেপ্টেম্বর তারিখে ৬ নং ক্রমিকে একটি মামলা দায়ের করে।
গ্রেফতারকৃতদের ৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করে নাগরপুর থানা পুলিশ।