ছবির ক্যাপশন:  
                            
                            শাহীন স্কুল থানাপাড়া শাখার সাবেক পঞ্চম শ্রেনীর ছাত্রদের আয়োজিত শাহীন স্কুল থানাপাড়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর(শুক্রবার) বিকেলে থানাপাড়া দারুল উলুম আলিয়া মাদ্রাসা মাঠে ৫ম শ্রেনীর সাবেক ছাত্রদের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বিজয় ভেলী-২০১৭ ব্যাচ এবং রানার্সআপ হয়েছে অদম্য ২০২২ ব্যাচ। দিনব্যাপী টুর্নামেন্টে ৫ম শ্রেনীর সাবেক ৬টি ব্যাচ দুটি গ্রুপে বিভক্ত হয়ে এই মিনি ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহন করে। “এ” গ্রুপে লিটল টাইগার ২০২৫, বিজয় ভেলী ২০১৭ ও অপরাজেয় ২০২১ এবং অদম্য ২০২২, দুরন্ত ২০২৪ ও ২জিরো ২০২০
মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে বিজয় ভেলী ২০১৭ অদম্য ২০২২ ব্যাচকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরন করেন শাহীন স্কুল থানাপাড়া শাখার অধ্যক্ষ আল আলিমুল ইসলাম জর্জ।
শাহীন স্কুল থানাপাড়া শাখার পরিচালক আহসান উল্লাহ সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইফতেখারুল অনুপম ও ক্রীড়া সাংবাদিক টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক, রেফারী মোমিনুল ইসলাম, শাহীন স্কুল থানাপাড়া শাখার শিক্ষক জয়নাল আবেদীন, জহুরুল ইসলাম প্রমুখ।
দারুল উলুম আলিয়া মাদ্রাসার ছোট্রমাঠের মিনি ফুটবল খেলায় ফেয়ার প্লে ট্রফি অর্জন করে লিটল টাইগার ২০২৫ ও সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিজয় ভেলীর মধ্যমাঠের খেলোয়াড় জয়।
শাহীন স্কুল থানাপাড়া শাখার সাবেক ছাত্র উজান, রেদয়ান, আদিয়ান, ফাইয়াজ, শুভ, রাজ, আহাত, সিফাতদের অক্লান্ত পরিশ্রমে প্রথম বারের মতো এই ফুটবল আয়োজন এলাকাবাসীর নিকট প্রশংসিত হয়েছে।