ঢাকা | 04 November 2025

অভিষিক্ত হলেন সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইলের নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 25, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

অভিষিক্ত হলেন মো.আরিফুর রহমান সভাপতি ও মো. শামীম আল মামুন সাধারণ সম্পাদকসহ ৩৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। বুধবার (২২ অক্টোবর) বিকেলে সংগঠণের পরিচয়পত্র আর ক্রেস্ট দিয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিশিক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) এর চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম। উদ্বোধক ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার উপদেষ্টা এডভোকেট জাফর আহমেদ। আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ, শহীদ ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. শহীদুল আলম শহীদ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু, টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাহমুদুর রহমান রাসেল প্রমুখ।
সকালে টাঙ্গাইল প্রেসক্লাব অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন শুরু হয় অভিষেক অনুষ্ঠানের কার্যক্রম। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আরিফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুনের সঞ্চালনায় বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিক ও নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি দৈনিক সমাবেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো.আরিফুর রহমান, সহ-সভাপতি ডিবিসি নিউজ ঢাকার অরেসুল ইসলাম রাসেল, দৈনিক কালে বার্তার চীফ রিপোর্টার মো. খোরশেদ আলম, দৈনিক আকাশ বার্তা সহ-সম্পাদক মো. শফিকুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মো. শামীম আল মামুন,সহ-সাধারণ সম্পাদক দৈনিক দেশবার্তার জেলা প্রতিনিধি মো. আলমগীর হোসেন, দৈনিক সংবাদ সংযোগ জেলা প্রতিনিধি মুক্তার হাসান, দৈনিক সংবাদ ও এশিয়ান টেলিভিশন জেলা প্রতিনিধি মুহাম্মদ হাবিবুর রহমান, দৈনিক সংবাদ প্রতিদিন মো. শিপন আহমেদ, সাংগঠনিক সম্পাদক এই বাংলা প্রতিদিন নাগরপুর উপজেলা প্রতিনিধি মো. এরশাদ মিয়াসহ ৩৯ সদস্যের কমিটির গঠিত হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ