কুমিল্লার হোমনা-মেঘনা সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে হাইকোর্টে দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি রুল জারি করেছেন আদালত।
১৭ সেপ্টেম্বর বুধবার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে ইসিকে।
আদালতে ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জল তাঁদের পক্ষে রিট মামলা পরিচালনা করেন। এই রিট আবেদন দায়ের করেন বিএনপির হোমনা উপজেলা সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন আহমদ ও জহিরুল ইসলাম।
আবেদনকারীদের অভিযোগ, আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন পূর্বের হোমনা-মেঘনা আসনকে পরিবর্তন করে নতুনভাবে মেঘনা-দাউদকান্দি আসন ঘোষণা করেছে। এতে দীর্ঘদিনের একটি ঐতিহাসিক আসন বিলুপ্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে জানান তারা।
হোমনা-মেঘনা নাগরিক সমাজের আহ্বায়ক মো. আবুল বাশার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।