সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত অনুমান ০০.৪০ ঘটিকায় টাঙ্গাইল সদর থানাধীন নগর জলফৈ আশেকপুর বাইপাস টাঙ্গাইল টু ঢাকা গামী রোডের উপর চেকপোস্ট পরিচালনা করে। উক্ত চোকপোস্টে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশী চালিয়ে ধৃত আসামীদ্বয়ের কালো কাধ ব্যাগের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ১০.৭ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ আসামী মোঃ মিনাজুল ইসলাম (২৭), মোঃ শরীফুল ইসলাম (২২), জেলা-লালমনিরহাট দ্বয়'কে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা এর আনুমানিক অবৈধ বাজার মূল্য ৩,২১,০০০/- (তিন লক্ষ একুশ হাজার) টাকা। এছাড়াও ধৃত আসামীদের নিকট হতে মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি বাটন মোবাইল ফোন ও ক্রয়/বিক্রয়ের নগদ ২০০/- (দুইশত টাকা) উদ্ধার করা হয়।
ধৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টাঙ্গাইল জেলার সদর থানায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামীদ্বয়'কে আলামতসহ হস্তান্তর করা হয়েছে।