ঢাকা | 27 July 2025

ধনবাড়ীতে এক প্রতিবন্ধীকে নতুন ঘড় দিলেন কর্নেল আজাদ

., .
নিউজ প্রকাশের তারিখ :Jul 27, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একজন প্রতিবন্ধী অসহায় গৃহহীন কে নতুন ঘড় তৈরি করে দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইল -১ আসনের  (ধনবাড়ী-মধুপুর) লেফটেন্যান্ট কর্নেল (অব:) আসাদুল ইসলাম (আজাদ) ।  শনিবার (২৬ জুলাই) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের কয়ড়া আটাপাড়া দক্ষিণ পাড়ার গৃহহীন প্রতিবন্ধী জাহাঙ্গীর আলমকে ঢেউটিন,  সিমেন্ট এর খুটি, কাঠ সহ প্রয়োজনীয় সমস্ত উপকরণ দিয়ে সহয়তা করেন । নতুন ঘর পেয়ে অসহায় প্রতিবন্ধী জাহাঙ্গীর আলম খুশিতে কেঁদে ফেলেন।  গৃহহীন জাহাঙ্গীর আলম জানান, " আজ সকাল পর্যন্ত আমার কোন ঘর ছিলো না ।  কিন্তু কর্নেল আজাদ ভাই আমাকে ঘর তৈরি করে দিয়ে আমার খুব বড় উপকার করছেন ।  আগে আমি গাছ তলায় বাঁশ তলায় শুয়ে থাকতাম, আমার স্ত্রী সন্তান অন্যের বাড়িতে কষ্ট করে থাকতো,  এখন আমি ওদের নিয়ে একসাথে থাকতে পারবো । মহান আল্লাহর কাছে চাওয়া উনি যেন কর্লেন আজাদ ভাই কে বাচিয়ে রাখেন এবং উনার মনের আশা পূরণ করেন "। এসময় স্হানীয় বিএনপির নেতাকর্মী সহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন ।

টাঙ্গাইল -১ (ধনবাড়ী -মধুপুর)  আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব:) আসাদুল ইসলাম (আজাদ)। তিনি গরীব অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন । গৃহহীনকে নতুন ঘর, রোগীর চিকিৎসা, গরীব ছাত্র- ছাত্রীদের লেখাপড়ার খরচ, শিশু কিশোর যুবকদের খেলাধুলা, অসহায় বয়োবৃদ্ধ মানুষকে আর্থিক সাহায্য ও  মসজিদ মাদ্রাসাসহ সামাজিক সকল কর্মকান্ডে নিজে উৎসাহী হয়ে অংশগ্রহণ করেন ।


কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ