ঢাকা | 05 November 2025

কালিহাতীতে ক্রিকেট খেলায় বাক বিতন্ডায় কিশোরের মৃত্যু

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 4, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের আগ জোয়াইর গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শাহীন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত শাহীন বীরবাসিন্দা গ্রামের প্রবাসী আব্দুল্লাহর ছেলে। সে মায়ের সঙ্গে নানা বাড়ি জোয়াইর গ্রামে বসবাস করত।

পরিবারসূত্রে জানা গেছে, গত শুক্রবার ৩ অক্টোবর সন্ধ্যায় বাড়ির পাশে পরিত্যক্ত একটি অটো রাইস মিলে ক্রিকেট খেলার কথা বলে শাহীনকে ডেকে নেয় স্থানীয় আজিজ নামে এক যুবক। খেলার একপর্যায়ে একই গ্রামের আয়নালের ছেলে দেলোয়ারের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে গুরুতর আহত হয় শাহীন।

শাহীনের স্বজনরা জানান, ‘তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মারধর করা হয় এবং পরে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে।’ তারা অভিযোগ করেন, ‘প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। পরিবার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে।’

দেলোয়ারের দাদা করিম বলেন, ‘আমি শুনেছি খেলা নিয়ে মারামারি হয়েছে। পরে নাতিকে শাসন করেছি এবং শাহীনের বাড়িতে গিয়ে তাকে বুঝিয়ে এসেছি। পরে শুনি শাহীন নাকি বিষ খেয়েছে এর বেশি কিছু জানি না।’

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমা আক্তার বলেন, ‘রাত সাড়ে ৮ টার দিকে শাহীনকে হাসপাতালে আনা হয়। তিনি জানান, ইঁদুরের বিষসহ একটি গ্যাস্ট্রিক ও একটি অ্যান্টিবায়োটিক খেয়েছেন। আমরা ট্রমা ওয়াশের মাধ্যমে বিষ বের করার চেষ্টা করি। পরে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিই। তার গলায় কিছু আঁচড়ের দাগও ছিল।’

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ