ছবির ক্যাপশন:  
                            
                            টাঙ্গাইল-৩, ঘাটাইল আসন থেকে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসিরের উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান কতৃক ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্য ও উদ্দেশ্য সাধারণ জনগণের মাঝে তুলে ধরার কার্যক্রমের অংশ হিসেবে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
২৫ অক্টোবর শনিবার বিকেলে ১০ নং রসুলপুর ইউনিয়ন বিএনপি'র ৬নং ওয়ার্ডের নয়াপাড়া ও ৮,৯ নং ওয়ার্ড কতৃক আয়োজিত উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।
রসুলপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহীন, লক্ষিন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি ইকবাল তালুকদার রসুলপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিফ হোসেন প্রমূখ।
এ সময় রসুলপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির কর্মী সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।