অদ্য ০৪/০১/২০২৬ খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন নাগরপুর, টাঙ্গাইল এর যৌথ উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপ ভৌমিক এর নেতৃত্বে নাগরপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্রবিহীন ০১ (এক) টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন অত্র কার্যালয়ের পরিদর্শক জনাব বিপ্লব কুমার সূত্রধর । এ সময়ে ভাটার কার্যক্রম বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয় এবং ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা, জনাব এ এইচ এম জিয়াউর রহমান, পরিদর্শক জনাব বিপ্লব কুমার সূত্রধর ও কর্মচারীগণ । এ সময় বাংলাদেশ পুলিশ উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন। পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।